শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
পশ্চিম রেলের জিএমকে লাঞ্ছিত করলেন নারী যাত্রী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপককে লাঞ্ছিত করেছেন এক নারী যাত্রী। ট্রেন তল্লাশি বহরের আচরণে ক্ষুব্ধ হয়ে ওই নারী মহাব্যবস্থাক (জিএম) অসীম কুমার তালুকদারকে লাঞ্ছিত করেন। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানিয়েছেন, গালে চড় মেরেছিলেন ওই নারী।
তবে জিএম জানিয়েছেন, চড় নয়, ধাক্কা দিয়েছেন। পরে ক্ষমাও চেয়েছেন নারীর বাবা আবদুল হামিদ। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় রাজশাহী-ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে। পরে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ওই নারী যাত্রী পাবনা চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হামিদের মেয়ে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই নারী যাত্রী ও তার ভাই ট্রেন যোগে চাটমোহর যাচ্ছিলেন। ট্রেন তল্লাশির সময় কর্মকর্তাদের রূঢ় আচরণ ও অশ্লীল ভাষার জন্য ক্ষুব্ধ হন তারা। জিএমের বহরের লোকজন যাত্রীদের সঙ্গে অসাদাচরণ, পকেট হাত দিয়ে সিগারেট বের করা, পরিবারের সদস্যদের সামনে লাঞ্ছিত করা, শরীরে হাত দিয়ে ধক্কা দেওয়া, লাগেজ ফেলে দেওয়াসহ নানা অভিযোগ যাত্রীদের।
মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পদ্মা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন ওই নারীসহ তার ভাই মিজানুর রহমান। তাদের আচরণ ছিল খুবই ঔদ্ধত্যপূর্ণ । তারা দুজন মিলে নাটোরের আবদুলপুর পর্যন্ত টিকিট কাটেন। কিন্তু নামতে চান পাবনার চাটমোহরে স্টেশনে। সেই হিসাবে জরিমানাসহ দুজনের টিকিটের দাম আসে ২৯০ টাকা। এ টাকা রেলওয়ে কর্মকর্তারা আদায় করতে চাইলে ওই নারী ক্ষিপ্ত হন। এক পর্যায়ে ওই নারী এবং তার সঙ্গে থাকা রাজশাহী জুটমিলের কর্মকর্তা পরিচয়দানকারী মিজানুর রহমান তার ওপর চড়াও হন এবং ধাক্কা দেন। এসময় রেলের নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে নারীর বাবা আবদুল হামিদ ফোন করে তার কাছে ক্ষমা চেয়েছেন বলে জানান।
বিডি প্রতিদিন/এএম
এই বিভাগের আরও খবর