৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:১৯

নোয়াখালীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সভা ও দোয়া

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সভা ও দোয়া

নোয়াখালীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সভা ও দোয়া

নোয়াখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি মেম্বারের প্রথম সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান ইভটিজিং, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসার জন্য সকলকে আহ্বান জানান।

বুধবার দুপুরে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ তিন ইউনিয়নের মেম্বারদের শপথ করান। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফা মমিন ও ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর