১১ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:০৬

কালিয়াকৈরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


কালিয়াকৈরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সফিপুর বাজার এলাকায় ওই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়।

জামায়াত বিএনপির বিভিন্ন নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত শান্তি সমাবেশ বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, গাজীপুরে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর