প্রায় আড়াই লাখ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন। সোমবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
অতিরিক্ত জেলা প্রশাসক নুর আহমেদ মাসুম, সদর উপজলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাহাবুবুর রহমানসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
নাটোর জেলায় এবার ১ হাজার ৩৮৮টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ শিশুকে নীল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগ।বিডি প্রতিদিন/এএ