২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১৬:০৭

নাটোরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নাটোর প্রতিনিধি


নাটোরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রায় আড়াই লাখ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন। সোমবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। 

অতিরিক্ত জেলা প্রশাসক নুর আহমেদ মাসুম, সদর উপজলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাহাবুবুর রহমানসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন। 

নাটোর জেলায় এবার ১ হাজার ৩৮৮টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ শিশুকে নীল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগ। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর