নড়াইলের কালিয়া উপজেলায় আগুনে পুড়ে ইউপি সদস্য রাজিব খানের ১২০০টি মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নড়াগাতি থানার বি-পাটনা গ্রামে মুরগির খামারে এ ঘটনা ঘটে।
খাশিয়াল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) বি-পাটনা গ্রামের আজম খানের ছেলে রাজিব খান জানান, রাত ৩টার দিকে তারা বাইরে দেখেন মুরগির খামারে আগুন জ্বলছে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময়ের মধ্যে খামারের সব মুরগি পুড়ে শেষ হয়ে যায়। তারা বাইরে আসলে অজ্ঞাত ৩-৪ জনকে খামারের উত্তর দিক দিয়ে দৌড়ে পালিয়ে যেতে দেখেন বলে জানান রাজিবের বাবা আজম খান।
খামারের মালিক ইউপি সদস্য রাজিব খান বলেন, আগুনে আমার খামারের ১২০০ মুরগি পুড়ে মারা গেছে। এতে আমার ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, আগুনে মুরগিসহ ঘর পুড়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই