২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:৩১

দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১

প্রতীকী ছবি

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মোর্শেদা বেগম নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোনারগাঁ থানার তদন্ত (ওসি) আহসান উল্লাহ এ বিষয় নিশ্চিত করেছেন।

গত সোমবার দুপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে কুপিয়ে আহত করার ঘটনায় তাদের বড় বোন সামছুন্নাহার (৪০) বাদী হয়ে নয় জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় চাচা মহিউদ্দিন ও চাচাতো ভাই মোস্তফাসহ তাদের পরিবার সদস্যদের আসামি করা হয়েছে।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা (৪০), মামুন হোসেন (৩৫), মফিজুল ইসলাম (২৫), মারুফসহ (১৮) তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান,এই হত্যাকাণ্ডের ঘটনায় ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামি মোর্সেদা আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর