১৬ মার্চ, ২০২৩ ২১:৪৭

টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুর-এ আলম বিজয়ী

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুর-এ আলম বিজয়ী

নুর-এ আলম সিদ্দিকী

টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভার  নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুর-এ আলম সিদ্দিকী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ১৩ হাজার ৬১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাফী খান (জগ) পান ৮ হাজার ৮০৫ ভোট।

বৃহস্পতিবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে কড়া নিরাপত্তায় ইভিএমের মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া কাউন্সিলর প্রার্থী ৩৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী এবং দুই ইউপিতে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ পৌরসভায় মোট কেন্দ্র ছিল ১৫টি। ১০৪টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে একজন জুডিশিয়াল  ও নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচনে ৭৬ ভাগ ভোট পড়েছে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২৭ হাজার ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪৫টি ভোট বাতিল হয়। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর