১৭ মার্চ, ২০২৩ ১৯:২৫

নোয়াখালীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব চত্বরে এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরী, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী শিশু কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন। এর আগে তিনি সোনাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু ও নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্লাহ খান সোহেল বঙ্গবন্ধুর জন্মদিন কেক কাটেন। এছাড়া বিভিন্ন স্থানে আলোচনা সভা, কেক কাটা ও শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর