২৫ মার্চ, ২০২৩ ১৮:৩৩

বাগেরহাটে গণহত্যা দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে গণহত্যা দিবস পালিত

বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ অজিজুর রহমানের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। 

গণহত্যা দিবসের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার কে এম, অরিফুল হক, জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সদর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন প্রমুখ। পরে কুইচ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর