২৮ মার্চ, ২০২৩ ২০:৪৫

নাগরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি

নাগরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নাগরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইলের নাগরপুরে পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও বাজারমূল্য স্থিতিশীল রাখা এবং যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নাগরপুর সদর কাচা বাজার ও তালতলা বেবি স্ট্যান্ডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বলেন, রমজান মাসে কোনো খাদ্যদ্রব্যের মূল্য বেশি রাখা ও প্রতিটি খাদ্য মূল্যের তালিকা টানানো না থাকায়, দুই দোকানদারকে ২ হাজার ও উপজেলা সদরে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীনসহ অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের জন্য চারটি মোটরসাইকেলকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

মোট পাঁচটি মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করেন। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এসময় পবিত্র মাহে রমজান উপলক্ষে করুণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয় বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর