৩০ মার্চ, ২০২৩ ১৪:২৭

বাবা-মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

বাবা-মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

সিলেটে বাবা-মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন, আসামি আতিকুর রহমান রাহেল। পরে তাকে কারা হাজতে প্রেরণ করা হয়।

২০২০ সালের ২৭ মার্চ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুর গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে বাবা আবদুল করিম খান ও মা মিনারা বেগমকে ধারালো অস্ত্র নিয়ে কোপ দেন রাহেল। এতে ঘটনাস্থলে বাবা ও পরে মায়ের মৃত্যু হয়।

রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইকবাল হোসেন।

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর