৩০ মার্চ, ২০২৩ ২১:২৫

নোয়াখালীর দুই উপজেলায় বৈকালিক চিকিৎসা সেবা চালু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দুই উপজেলায় বৈকালিক চিকিৎসা সেবা চালু

নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস নামক বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায় ক্রমে জেলা সদর হাসপাতালসহ বাকি ৭টি উপজেলায় এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হবে।

বৃহস্পতিবার বিকেলে ৩টায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৪টা থেকে বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা কার্যক্রম চালু করা হয়। সরকার নির্ধারিত সময়ের পর বিকেলে এ সেবা পেয়ে খুশি সেবা প্রত্যাশীরা। সরকারের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভালো সেবা দেওয়ার কথা জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনসালটেন্ট মেডিসিন ডা. মো আবদুল আউয়াল ও কনসালটেন্ট গাইনি ডা. ফারজানা রায়হানসহ চিকিৎসকরা।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর