৩ এপ্রিল, ২০২৩ ১৮:৩৫

সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ স্বপন

জয়পুরহাট প্রতিনিধি

সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ স্বপন

আবু সাঈদ আল মাহমুদ স্বপন

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। এ সাফল্য শেখ হাসিনার, এ সাফল্য আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের। উন্নয়নের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকতে হবে।

সোমবার দুপুরে আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে হুইপ স্বপন বলেন, আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না, যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি বিশাল পরিবার। এ দলে ভিন্নতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা করা যাবে না। তৃণমূলের ঐক্যের কারণে শেখ হাসিনা অতীতে অনেক বিপদ অতিক্রম করেছেন, তেমনি তার সুদক্ষ নেতৃত্ব বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ির অপবাদ থেকে মুক্ত করে একটি উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে দিয়েছে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক আহসান কবির, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরীসহ প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর