১০ এপ্রিল, ২০২৩ ২০:২৭

চুয়াডাঙ্গায় ৩৭৯ শিক্ষার্থী পেল ট্যাব

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় ৩৭৯ শিক্ষার্থী পেল ট্যাব

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেট (ট্যাব) চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সোমবার চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে ৩৭৯ জন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ ট্যাব তুলে দেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক শরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন।
চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, চুয়াডাঙ্গা জেলার ১৩৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৩টি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৫৩০টি ট্যাব বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মর্নিং শিফট ও ডে শিফট যোগ করে অতিরিক্ত আরও ১৯টি ট্যাব বিতরণের সিদ্ধান্ত হয়।
প্রথম ধাপে সদর উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি মাদরাসার অষ্টম থেকে দশম শ্রেণির ৩৭৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ ট্যাব বিতরণ করা হয়েছে। বাকি ট্যাবগুলো খুব দ্রুত বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে সকল শিক্ষার্থী এই ট্যাব উপহার হিসেবে পাবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর