১২ এপ্রিল, ২০২৩ ১৭:৩৩

সখীপুরে অগ্নিকাণ্ডে বাড়ি-ঘর পুড়ে ছাই

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে অগ্নিকাণ্ডে বাড়ি-ঘর পুড়ে ছাই

টাঙ্গাইলের সখীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সাড়ে ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ক্যাপ্টেমমোড় এলাকায় ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভুক্তভোগী ওমর ফারুক বলেন, ‘মুহূর্তের মধ্যে আমার বসতবাড়ির ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

সখীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর