চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকসহ প্রমুখ।
অন্যদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
বিডিপ্রতিদিন/কবিরুল