পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদুল ফিতর ও বৈসাবি উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। রাঙামাটি লংগদু সেনা জোন ও মাইনীমুখ সেনা ক্যাম্পের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও স্থানীয় বাঙালিদের মাঝে এ সহায়তা তুলে দেন লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. হিমেল মিয়া।
পরে সেনা সদস্যরা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে দরিদ্র জনগোষ্ঠীদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেন। লংগদু সেনা জোন ও মাইনীমুখ সেনা ক্যাম্প প্রায় ৩০০ দরিদ্র পরিবারকে এ সহায়তা প্রদান করেন।
এ ব্যাপারে লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. হিমেল মিয়া বলেন, সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীদের সহায়তা করে যাচ্ছে। দেশের দরিদ্র মানুষদের সহায়তা করতে সেনাবাহিনীর এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে। সবাইকে শান্তি-সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই