দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে ৪০০ শতাধিক মানুষকে ঈদ উপহার দিয়েছে শেরপুর ঝিনাইগাতি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’। বিভিন্ন দুর্যোগকালীন সময়সহ পুরো রোজা ঘিরেই ইফতার বিলিয়েছে এই সংগঠনটি। আজ বুধবার বেলা ১২টায় উপজেলার থানা রোড এলাকায় এসব উপহার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর ও সংগঠনের নেতৃবৃন্দ।
প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে তিন শতাধিক পরিবারের মাঝে পোলাও চাল, সেমাই, চিনি, গুঁড়াদুধের প্যাকেট, তেল, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু, রসুন, ডাল ও লবণ। এছাড়া আরও ৭০ জন নারী-পুরুষদের জন্য ছিল লুঙ্গি, পাঞ্জাবি এবং শাড়ি, ব্লাউজ ও পেডিকোট। ঈদে এসব উপহার সামগ্রী পেয়ে গরীব এই মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। এতে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. জবেদ আলী, আয়োজক সংগঠনের সিনিয় সহসভাপতি সাংবাদিক মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ন সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, সদস্য মো. সোবাহান, লিখন, মিলন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ