বুধবার থেকে শুরু ঈদের ছুটি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লাসহ দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন। কুমিল্লার ১০৫ কিলোমিটার মহাসড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা গেছে, চৌদ্দগ্রাম, মিয়া বাজার,পদুয়ার বাজার, আলেখারচর,ক্যান্টনমেন্ট, নিমসার, চান্দিনা, গৌরিপুর ও দাউদকান্দি এলাকায় যানজট নেই।
ঢাকা থেকে কুমিল্লাগামী প্রাইভেট কারের যাত্রী ইমাম হাছান খোকন বলেন, ঢাকা থেকে পরিবার নিয়ে কুমিল্লার লাকসামে গিয়েছি। কুমিল্লা অংশের কোথাও যানজট পাইনি। তবে নারায়ণগঞ্জের মদনপুরে কিছু যানজট ছিল।
হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলস ভাবে কাজ করছে। ২২টি থানার ৬৪টি পেট্রোল টিমের পাশাপাশি ৩০টি কুইক রেসপন্স টিম কাজ করছে। হাইওয়ে পুলিশের সদস্যদের পাশাপাশি এবারও বিশেষ ইউনিফর্মে মহাসড়কে থাকবে হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর ১০০ প্রশিক্ষিত সদস্য।
বিডি প্রতিদিন/এএম