গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। আগামীকাল শনিবার সকাল ৮টায় ওই ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
শনিবার ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান। ঈদের প্রধান জামাতের জন্য কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দান প্রস্তুত করেছে গোপালগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। এখানে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত ঈদগাহ ময়দানের পরিবর্তে কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল সাড়ে ৮টায় শহরের থানাপাড়া জামে মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলীয়া মাদরাসা জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত ছাড়াও আধা ঘণ্টা পরপর পুলিশ লাইন মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে সুবিধামতো সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে, জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলাতে ঈদগাহ ময়দান ও মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিয়নের ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ঈদ জামাতের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পুরুষের পাশাপাশি নারীরা ঈদের নামাজ আদায় করতে পারবেন।
বিডি প্রতিদিন/এমআই