২৪ এপ্রিল, ২০২৩ ১৭:১৫

রংপুরে জামিনে এসে মামলার বাদীপক্ষকে মারধর, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে জামিনে এসে মামলার
বাদীপক্ষকে মারধর, আহত ৩

রংপুরে মামলায় আসামিরা জেল থেকে জামিনে বেরিয়ে মামলার বাদী ও সাক্ষিদের হত্যার উদ্যোশ্যে মারপিট করার অভিযোগ  উঠেছে। আহত ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সিদ্দিক হোসেন মংলা জানান, গত ৩০ মার্চ ধারের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সাকিলের সাথে ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল মিয়া লাল্লু ট্যাংকলরী অফিসের সামনে গালাগালি ও মারপিটের ঘটনা ঘটে।

এ ঘটনায় ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল মিয়া লাল্লু বাদী হয়ে বাবুপাড়া সিটি মোড় এলাকার শাকিল, ইসা, রাজন, মুসা, ভুলু মিয়া, রাকিবসহ ৬ জনের নামে তাজহাট থানায় একটি এজাহার দায়ের করেন। উক্ত মামলায় আসামিরা গ্রেফতার হয়। গত ১৯ এপ্রিল আসামিরা জেল থেকে জামিনে বের হয়।

এরপর সোমবার দুপুরে নগরীর স্টেশন বাবুপাড়া সিটি মোড়ে আসামিপক্ষ পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র ও লঠিসোটা নিয়ে মামলার বাদী রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল মিয়া লাল্লু, সাক্ষী দপ্তর সম্পাদক জোয়াদ খান তুফান ও সদস্য ইয়াছির আরাফাত জীবনকে আটক করে হত্যার উদ্যেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারী কোপ মারে।

এ সময় এলাকাবাসী ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করান। এ ঘটনায় ন্যায়বিচারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ট্যাংকলরী শ্রমিকরা। এ ঘটনায় আবারো মামলার প্রস্ততি চলছে। 

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর