২৭ এপ্রিল, ২০২৩ ১৭:৫৯

চকরিয়ায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় পুলিশের ওপর হামলা: অস্ত্রসহ প্রধান আসামি গ্রেফতার

গ্রেফতারকৃত আসামি মো. রাকিব

কক্সবাজারের চকরিয়ায় এসআইসহ তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনার প্রধান আসামি মো. রাকিবকে (২০) একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে এই ঘটনায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই অপুদে বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ এবং ১৭-১৮ জনকে অজ্ঞাত দেখিয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রাকিবসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত রাকিব বরইতলী ইউনিয়নের পহরচাঁদা হাফালিয়াকাটা গ্রামের রশিদ আহমদের ছেলে। 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনার পর থেকে প্রধান আসামি রাকিব পলাতক ছিল। তাকে গ্রেফতার করতে বিভিন্ন সোর্স লাগানো হয়। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাকিব সিএনজি অটোরিকসা করে বাড়ি ফেরে। এ সময় তাকে গ্রেফতার করা হয়। তার কথামতো বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। 

ওসি আরও বলেন, রাকিব তার বাড়িতে রাখা অবৈধ অস্ত্র সরিয়ে নিতে বাড়ি ফেরে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় একটি ও অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর