৬ মে, ২০২৩ ০০:১৪

রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৬, অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৬, অস্ত্র-গুলি উদ্ধার

ছালেহ বাহিনীর প্রধান হাফিজুর রহমান প্রকাশ ছালে উদ্দীন

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড় কেন্দ্রিক রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপ ছালে বাহিনীর সঙ্গে গোলাগুলির পর অস্ত্র ও গুলিসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারদের মধ্যে ছালেহ বাহিনীর প্রধান হাফিজুর রহমান প্রকাশ ছালে উদ্দীন, তার সহযোগী সোহেল ডাকাতও রয়েছেন।

তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব। বিষয়টি নিয়ে শনিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিক ব্রিফিং করে জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব ১৫ এর মিডিয়া সেল।

শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে র‌্যাবের একটি দল গহীন পাহাড়ে অভিযান শুরু করে। এতে র‌্যাবকে লক্ষ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। রাত ১১টা পর্যন্ত গোলাগুলির পর ৬ জনকে গ্রেফতার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানিয়েছেন, রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী প্রধান ছালেহ উদ্দিনের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ ৬ টির বেশি মামলা রয়েছে।

 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর