৮ মে, ২০২৩ ১৫:৪৬

শিমুলিয়া ঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

শিমুলিয়া ঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ  (বিআইডব্লিউটিএ)। সোমবার সকাল ১০টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। চলে দুপুর ২টা পর্যন্ত। 

এ সময় শিমুলিয়া ঘাট এলাকায় অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান, কয়েকটি খাবার হোটেল ও বসত বাড়ির সীমানা প্রাচীরসহ ৫৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

বিআই ডব্লিউটিএর প্রকৌশলী হারিছ আহম্মেদ জানান, শিমুলিয়া ঘাট এলাকায় চিহ্নিত ৫৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ওই অবৈধ স্থাপনাগুলো বিআইডব্লিউটিএর নিজস্ব জায়গায় গড়ে তোলা হয়েছিলো।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর