পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল কলেজের ছাত্র আরিফুল ইসলাম (১৯) হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার বাবা, মা ও পরিবারের সদস্যরা।
রবিবার (১৪ মে) দুপুরে তাদের বাড়িতে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মলনে বক্তব্য দেন মৃত আরিফুলে বাবা মো: জসিম উদ্দিন। আরিফুলের মা লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি জানান, পাশের বাড়ীর এক মেয়েকে আমার ছেলে একতরফা ভালোবাসতো। এ ঘটনায় গত পনের দিন আগে ওই মেয়ের আত্মীয়স্বজন রাকিবুল ইসলাম (হার্বাট) , রেজা, পলাশ, রুবেল, আনিছুর আমার ছেলেকে মেরে ফেলার হুমকি ও গুম করার কথা বলেন। আমরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেইনি। গত ৪ এপ্রিল সন্ধ্যায় আমার ছেলে নিখোঁজ হয়। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নারায়নগছ এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় আমার ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। থানায় আমি অভিযোগ দিতে গেলে দোষীদের নাম উল্লেখ করি। কিন্তু থানা পুলিশ অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা দায়ের করেছে।তিনি আরও জানান খুনিদের নাম বলার পরেও পুলিশ আর্জিতে নাম উল্লেখ করে নাই। বর্তমানে খুনিরা আমাদের চোখের সামনে বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে।
এসময় এ ব্যাপারে অভিযুক্ত রাকিবুল ইসলাম হার্বাট জানান, আমি জেলা যুগ্ম জজ আদালতে প্রসেস সার্ভার পদে চাকরি করি। মসজিদে ঢুকে এলাকার সকল মুসুল্লিদের সামনে বলেছি পবিত্র কুরআন শরীফ নিয়ে কসম কেটে বলতে পারি আমি এই খুনের সাথে জড়িত নই। আমি চাই সুষ্ঠু তদন্ত হোক। অন্যান্য অভিযুক্তরা আমার আত্মীয়।
এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) আরমান আলী জানান, আরিফুলের পরিবার অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করেছেন। তদন্ত চলছে। জড়িতদের অচিরেই আটক করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল