শিরোনাম
১৬ মে, ২০২৩ ১১:২২

ফুলপুরে কৃষি উপকরণ বিতরণ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে কৃষি উপকরণ বিতরণ

ময়মনসিংহের ফুলপুরে বিনামূল্যে পটেটো চিপস তৈরির যন্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ওই যন্ত্র বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে কৃষক গ্রুপের মাঝে এ যন্ত্র বিতরণ করা হয়েছে। যন্ত্রটি দিয়ে প্রকল্পভুক্ত এলাকার কৃষক চিপস তৈরির মাধ্যমে প্রচুর আয় করতে পারবেন।

যন্ত্রটি বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা কৃষি অফিসার মো. ফারুক আহাম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান সাহা আলী, ফুলপুর সদর ইউপি চেয়ারম্যান রেজাউল হক রাসেল, রামভদ্রপুর ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী পান্না, রুপসি ইউপি চেয়ারম্যান সুলতান চৌধুরী, সিংহেশ্বর কৃষক গ্রুপের সদস্যবৃন্দ প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুর

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর