১৮ মে, ২০২৩ ১৫:৫৩

ফুলেফেঁপে উঠছে তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক রংপুর

ফুলেফেঁপে উঠছে তিস্তার পানি

উজানে বর্ষণ  ও নেমে আসা ঢলে তিস্তা নদী ফুলেফেঁপে উঠতে শুরু করেছে। দুই দিনে পানি বেড়েছে এক সেন্টি মিটারের ওপরে। ফলে নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। 

রংপুর পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা নদীর উজানে ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার দুপুর ১২টায় পানি বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে ৫০ দশমিক ৫০ সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে। বুধবার পানির প্রবাহ ছিল ৫০ দশমিক ১০ সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে। মঙ্গলবার ছিল ৪৯ দশমিক ৪২ সেন্টিমিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।
 
গঙ্গাচড়া উপজেলায় গজঘণ্টায় মিজানুর রহমানসহ একাধিক ব্যক্তির সাথে কথা হলে তারা বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তারা আতঙ্কিত।  জমিতে এখন বোরো ধান রয়েছে। অনেক স্থানে ধান কাটা মাড়াই শুরু হয়েছে। এছাড়া অনেকে জমিতে শাক-সবজি রয়েছে। এসময় পানি বাড়লে জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। 

লক্ষীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, তিস্তার পানিতে এখন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে বন্যা হতে পারে।  

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের পানি পরিমাপক নুর ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে ৫০ দশমিক ৫০ সেন্টিমিটার ছিল। এসময়ে নদীর পানি বাড়বে আবার কমবে এটাই স্বাভাবিক। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর