১৯ মে, ২০২৩ ১৯:৫৫

বাউবির বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ওরিয়েন্টেশন

গাজীপুর প্রতিনিধি

বাউবির বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ওরিয়েন্টেশন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে পরিচালিত বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের ওরিয়েন্টেশন শুক্রবার গাজীপুর মূল ক্যাম্পাসের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ডা. সরকার মো. নোমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি’র প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু।

স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ও সিএসই প্রোগ্রামের সমন্বয়কারী অধ্যাপক ড. কে এম রেজানুর রহমান। প্রোগ্রাম সম্পর্কে বক্তব্য রাখেন এসএসটির সহযোগী অধ্যাপক ড. মামুনুর রশীদ। প্রোগ্রামটি সঞ্চালনা করেন স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহকারী অধ্যাপক মশিউর রহমান।

ঢাকা আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টার ও ডুয়েট স্টাডি সেন্টারের মোট ১৩০ জন শিক্ষার্থী এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর