টেকসই দুগ্ধ শিল্প: সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম রাসেলসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ খাওয়ানোসহ দুগ্ধ শিল্প নিয়ে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
বিডি প্রতিদিন/এএ