২ জুন, ২০২৩ ১৬:৪৫

কলমাকান্দায় নিখোঁজের পরদিন বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

কলমাকান্দায় নিখোঁজের পরদিন বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজ হওয়ার একদিন পর আলাল উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যস্তপুর এলাকার চিরঞ্জিত মারাকের বাড়ির পাশের একটি মেরা গাছের ডাল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।  

আলাল উদ্দীন ওই এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে। এর আগে তিনি গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ হন। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আলাল উদ্দীন বরুয়াকোনা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে না আসায় তার স্ত্রীসহ বাড়ির লোকজন আত্মীয় স্বজনসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে শুক্রবার সকালে স্থানীয় ছেলে মেয়েরা আম কুড়াতে গিয়ে দেখে একটি গাছের ডালে মরদেহ ঝুলছে। খবর পেয়ে বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সৌরভ ঘোষের নেতৃত্বে একটি পুলিশের দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা এসে লাশ শনাক্ত করে। 

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বৃদ্ধ’র মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর