৫ জুন, ২০২৩ ২১:০১

ভোলায় অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে ছাই

ভোলা প্রতিনিধি

ভোলায় অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে ছাই

প্রতীকী ছবি

ভোলার লালমোহন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার (৫ জুন) বিকেল ৩ টার দিকে লালমোহন শহরের মোল্লা জামে মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে গিয়ে ফায়ারম্যানসহ দুইজন আহত হয়েছেন। 

লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন ব্যবসায়ীর অন্তত ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ছাপাখানা, মোবাইলের দোকান, বইয়ের লাইব্রেরি, লেপতোষকের দোকান ও হোমিওপ্যাথিক ওষুধের দোকান। 

ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান,  ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার  প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর