৮ জুন, ২০২৩ ১৪:৪৫

নরসিংদী বণিক সমিতির নির্বাচনের দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী বণিক সমিতির নির্বাচনের দাবিতে মানববন্ধন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

নরসিংদী বণিক সমিতির নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (০৮ জুন) দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে নরসিংদী বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি জোর করে ক্ষমতা দখল করাসহ বাজারে চাঁদাবাজি, আত্মসাৎসহ নানা অভিযোগ তোলা হয়।  

মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক মাস আগেই নরসিংদী বাজার বণিক সমিতি ব্যবস্থাপনা কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এরপরও নির্বাচন দিচ্ছে না। বনিক সমিতির বর্তমান সভাপতি বাবুল সরকার ক্ষমতার অপব্যাবহার বনিক সমিতির লাখ লাখ টাকা  লুট করে নিচ্ছে। একই সাথে নির্বাচনের কথা বললে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। তাই সুষ্ঠ নির্বাচনের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে নরসিংদীর জেলা প্রশাসকের কাছে ও পুলিশ সুপারের কার্যালয় বাজারের ব্যবসায়ীরা স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,নরসিংদী বাজার বণিক সমিতির সাবেক পরিচালক মোহাম্মদ আওলাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হিরু সরকার, বাবু জয়দেব বমন, নুর আলম সানী, জুয়েল আহমেদ, মনির মিয়া, আজন মিয়া,নিহাল সরকার,  আজয় সাহা, নিখিল সাহা, ছোগির আহমেদ, ইসমাইল মিয়া প্রমুখ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর