পঞ্চগড়ে বৃষ্টিপাতের জন্য নামাজ আদায় করেছে মুসল্লিরা। শুক্রবার সকাল নয়টার দিকে পৌরসভার কেন্দ্রীয় ইদগাহ ময়দানে এই নামাজ অনুষ্ঠিত হয়।
ধর্মমতে, এ নামাজকে বলা হয় ‘ইসতিসকার নামাজ’। এ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়।
সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম এই নামাজের আয়োজন করেন। পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিমের ইমামতিতে এই ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় পঞ্চগড় বাজার জামে মসজিদের পেশ ইমাম ওমর ফারুক এবং স্থানীয় ওলামায়ে কেরামসহ প্রায় তিন শতাধিক মুসুল্লি নামাজে অংশ নেন।
নামাজ শেষে বিশেষ খুতবার পর বৃষ্টির জন্য কেঁদে কেঁদে প্রার্থনা করা হয়। গত বৈশাখ মাস থেকে তীব্র তাপদাহে জনজীবনে দুর্ভোগ নেমে আসে পঞ্চগড়ে। জ্যৈষ্ঠ মাস শেষের দিকে পৌঁছালেও জেলায় বৃষ্টি নেই।
বিডিপ্রতিদিন/কবিরুল