১০ জুন, ২০২৩ ১৩:৩৬

হোটেল ম্যানেজারের গায়ে আগুন দিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

হোটেল ম্যানেজারের গায়ে আগুন দিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

মো. সাকিব গাজী

পটুয়াখালীতে হোটেল কক্ষে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরকে (৩৮) পেট্রল দিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সাকিব গাজীকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের মাধ্যমে বরিশালের উজিরপুর উপজেলা থেকে অভিযুক্ত সাকিব গাজীকে গ্রেফতার করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ইতিমধ্যে আমরা মামলার প্রধান আসামি সাকিব গাজীকে আটক করতে সক্ষম হয়েছি। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী শহরের ফটিকের খেয়াঘাট সংলগ্ন সিকদার রেস্ট হাউসে সন্ত্রাসীরা হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। টানা ছয়দিন মৃত্যুর যন্ত্রণা ভোগের পর গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে মারা যান জাহাঙ্গীর।

নিহত জাহাঙ্গীর উপজেলা মুরাদিয়া ইউনিয়নের জয়নাল ফকিরের ছেলে। এ ঘটনায় নিতহ জাহাঙ্গীর ফকিরের ছোট ভাই জামাল ফকির বাদী হয়ে পটুয়াখালী ফটিকের খেয়াঘাট এলাকার শাহিন গাজীর ছেলে মো. সাকিব গাজীকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

বিডি প্রতিদিন/এমআই
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর