১০ জুন, ২০২৩ ২০:১২

মায়ের কবরের পাশে সমাহিত সিরাজুল আলম খান

নোয়াখালী প্রতিনিধি

মায়ের কবরের পাশে সমাহিত সিরাজুল আলম খান

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান ওরফে দাদা ভাই (৮২)। 

শনিবার সন্ধ্যা ৬ টায় বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব উনার ও  দ্বিতীয় জানাজা শেষে সাহেব বাড়ির পারিবারিক কবরস্থানে মা সৈয়দা জাকিয়া খাতুনের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের শাড়িতে মুড়িয়ে তাকে সমাহিত করা হয়। 

এর আগে শনিবার দুপুর ২ টার দিকে পৈতৃক ভিটায় আলিপুর সাহেব বাড়িতে সিরাজুল আলম খানের লাশ আনা হয়। জাতীয় নেতা আ স ম আবদুর রব, বিএনপি, আওয়ামী লীগ ও জাসদসহ সেখানে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। এ সময় প্রিয় নেতার লাশ দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।  

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর