২৬ জুন, ২০২৩ ১৫:০৯

পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীদের ঈদ উপহার দিল সেনাবাহিনী

ফাতেমা জান্নাত মুমু,রাঙামাটি

পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীদের ঈদ উপহার দিল সেনাবাহিনী

পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীদের ঈদুল আজহার উপহার সমগ্রি ও চিকিৎসা সেবা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন। 

সোমবার দুপুর ১টায় রাঙামাটি সেনা রিজিয়নের প্রান্তিক হলের মাঠে এ উপহার সমাগ্রি তুলে দেন রাঙামাটি রিজিয়ন কামন্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমতাজ উদ্দীন। এসময় রাঙামাটি সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জি টু আই) মো. পারভেজ উপস্থিত ছিলেন। 

এসময় রাঙামাটি রিজিয়ন কামন্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমতাজ উদ্দীন বলেন, সেনাবাহিনী শান্তি, সম্প্রীতি, শৃঙ্খলা ও উন্নয়নের পাশাপাশি জনকল্যাণের কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীদের সহায্য সহায়তা দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। তাই রাঙামাটির দরিদ্র জনগোষ্ঠী ঈদুল আজহা যাতে আনন্দের সাথে পালন করতে পারে তার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ২০জন জনগোষ্ঠীর নারী পুরুষকে নগদ এক লাখ ২৫ হাজার টাকা, ৪ জনকে ৪টি সেলাই মেশিন ও রাঙামাটি জেনারেল হাসপাতালে একটি ইউপিএস উপহার দেন। একই সাথে তাদের খাদ্যসামগ্রি বিতরণ করে। দরিদ্র গরিব রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। সেনাবাহিনীর এ উন্নয়নের ধারা অক্যাহত রাখতে সকল জাতি গোষ্ঠীকে শান্তি সম্প্রতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর