১৫ জুলাই, ২০২৩ ১৫:৫৭

বরিশালে বাস-নছিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে বাস-নছিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বরিশাল-ঢাকা মহাসড়কের ছয়মাইল এলাকায় মালবাহী নছিমন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩ জন শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ বাসটি মহাসড়ক থেকে সরিয়ে ফেলে যান চলাচল স্বাভাবিক করে। শনিবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে একটি বাস বরিশালের দিকে যাচ্ছিলো। অপরদিকে মালবাহী একটি নছিমন কয়েকজন শ্রমিক নিয়ে বরিশাল থেকে বিপরীত দিকে যাচ্ছিল। বাস ও নছিমনটি মহাসড়কের ছয়মাইলে এলাকা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজন (অজ্ঞাতনামা) শ্রমিক নিহত হয়। আহত হয় ৫ জন। স্থানীয়রা আহতাবস্থায় রিয়াজ উদ্দিন (১৭), নাসির উদ্দিন (৩৫), মো. সিনবাদ (২৫), মো. হামিম (৩৫) ও ইমদাদুল হককে (৩৫) উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করেন। এদের মধ্যে ইমদাদুলকে মৃত ঘোষণা করেন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক। আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নগরীর বিমান বন্দর থানার ওসি হেলাল উদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। 

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর