২১ জুলাই, ২০২৩ ২২:০১

গাজীপুরে বৃক্ষমেলা শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বৃক্ষমেলা শুরু
‘‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। শক্রবার বিকেলে শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম। এছাড়াও আলোচনা সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো: শামছুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামিম, ইঞ্জিনিয়ার রমজান আলী প্রমুখ বক্তব্য রাখেন।
 
এর আগে প্রধান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। মেলায় ৪৮টি স্টল রয়েছে। পরে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ঢাকা বন বিভাগের আয়োজনে ও গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।  
 
বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর