২৬ জুলাই, ২০২৩ ১৫:২৮

বগুড়ায় যুবলীগের কর্মী সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় যুবলীগের কর্মী সভা

বগুড়ার নন্দীগ্রামে পৌর যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা করা হয়। নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। 

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল আশরাফ জিন্নাহ। 

উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি বাপ্পী কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইসুল তোফায়েল কোয়েল, সাজেদুর রহমান সিজু, সাংগঠনিক সম্পাদক নুরুজামান সিদ্দিকী, কাওছার হামিদ রুবেল, দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক মনির, সহ সম্পাদক আব্দুল আলিম, সদস্য বেনজির আহম্মেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল প্রমুখ। 

কর্মীসভা শেষে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন নন্দীগ্রাম পৌর যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করেন। এই কমিটিতে মোফাজ্জল বারীকে আহবায়ক, রনজিৎ কুমার মহন্ত রনি ও আকতার হোসেনকে যুগ্ম আহবায়ক করা হয়।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর