২ আগস্ট, ২০২৩ ১৬:৩৫

গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত ১

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত ১

ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তি (৪০) ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ঢাকা -ভাঙ্গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের  ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম এলাকার সার্ভিস রোডে অজ্ঞাত এক ব্যক্তির লাশ মঙ্গলবার রাত দুইটার দিকে উদ্ধার করা হয়। কোন গাড়ির চাকায় পিষ্ট হয়ে সে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে তথ্যপ্রযুক্তির সাহায্যেও তার পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। তবে ওই এলাকার কেউ তার পরিচয় জানাতে পারেনি।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর