গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বুধবার সকালে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইলেক আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অপর এক শিক্ষার্থী। কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে।
নিহত খালিদ হাসান ওয়ালিদ (১৮) কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার কবির হোসেনের ছেলে। সে বছর ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাস করেছে। আটক চালক হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জ সদর এলাকার মো. মমিনউল্লার ছেলে সেলিম হোসেন (৫৫)
পুলিশ ও স্বজনরা জানায়, উপজেলার হরিণহাটি এলাকা থেকে স্কুল শিক্ষার্থী ওয়ালিদ হোসেন তার মোটরসাইকেল নিয়ে চন্দ্রা জোড়াপাম্প এলাকায় যায়। সেখান থেকে তার সমবয়সী সম্পর্কে ভাগিনা ইফাত হোসেনকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে বাড়িতে ফিরছিল। ফেরার পথে একটি কাভার্ডভ্যান ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের নীচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওয়ালিদ হোসেনের মৃত্যু হয়েছে। আহত ইফাতকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন কাভার্ডভ্যান ও চালককে আটক করেছে।নাওজোড় হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি ও চালককে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম