১৪ আগস্ট, ২০২৩ ১৭:৫২

বিরামপুরে চায়না দুয়ারি জাল জব্দ

দিনাজপুর প্রতিনিধি

বিরামপুরে চায়না দুয়ারি জাল জব্দ

দিনাজপুরের বিরামপুরে ছোট যমুনা নদীতে মাছ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে ৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যা প্রায় ১০০ মিটার, যার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল নদীর পাড়ে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

সোমবার সকালে বিরামপুর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিরামপুরের ছোট যমুনা নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন।

এসময় অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বিরামপুর উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন কর্মচারীগণ।
 
বিরামপুর উপজেলা মৎস্য অফিসার মোঃ কাউসার হোসেন জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা ব্যাপী এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর