কুষ্টিয়ায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলপথে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের মজমপুর রেল ক্রসিং গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের মৃত তক্কেল মন্ডলের ছেলে আবদুর রশিদ (৫০)।
কুষ্টিয়া জিআরপি থানার উপপরিদর্শক কায়কোবাদ জানান, আবদুর রশিদ মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলপথ ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        