ফেনীর ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নে ছেলের পিটুনিতে বৃদ্ধ বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক ছেলে বোরহানউদ্দীনকে পুলিশ আটক করেছে।
শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত রুহুল আমিনের (৭৮) মরদেহ বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে বাবা ও ছেলের মধ্যে শনিবার দিবাগত রাতে ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে তার বাবাকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন রাতে রুহুল আমিনেকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ