২০ আগস্ট, ২০২৩ ২১:১৮

চুয়াডাঙ্গায় ৪৬ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ৪৬ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

চুয়াডাঙ্গায় ভারতে পাচারের সময় ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের ৪৬টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। 

রবিবার দুপুরে ভারত সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের কাছে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করে বিজিবি। পরে তার শরীর তল্লাশি করে স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় চার কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। 

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মো. রকিবুল ইসলাম জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৬ ব্যাটালিয়নের একটি দল দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের কাছে ওঁৎ পেতে ছিল। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক ব্যক্তি নাস্তিপুর গ্রামের মুনসুর আলী বিশ্বাসের ছেলে আরিফুল ইসলাম। তার শরীর তল্লাশি করে ৪৬টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি। আটক আরিফুলকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। আইনগত অন্যান্য কাজ প্রক্রিয়াধীন রয়েছে। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর