নড়াইলের লোহাগড়ায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ সময় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে স্থানীয় বিএনপির নেতারা দাবি করেছেন। এ ছাড়াও কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সেলিমুজ্জামানের পৌরসভার মদিনাপাড়ার বাড়ির সামনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি। সকাল থেকে দলীয় নেতাকর্মীরা এখানে জড়ো হতে থাকে। সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায়। ছাত্রলীগের হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা ওহিদুজ্জামান, নাইমুল ইসলাম ইমন, শাহীন আহমেদ, শুকুর মোল্যা, ইয়ানুর মোল্যা, রোমেল কাজি, হিরোক মন্ডল, মাহফুজুর রহমান, জিহাদুর রহমান গুরুতর আহত হন।
বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগের ব্যাপারে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মারুফ হোসাইন বলেন, বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। এ খবর পেয়ে আমরা একটি বিক্ষোভ মিছিল বের করলে এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি হই, তখন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বাকবিতন্ডা হয়। এরপর আমরা ছাত্রলীগের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করি। কোনো মারামারির ঘটনা ঘটেনি।লোহাগড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বলেন, লোহাগড়া এলাকার মদিনা পাড়ায় পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ