আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানজট মোকাবিলার লক্ষ্যে নোয়াখালীর মাইজদীতে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। পরে মাইজদী পুরাতন বাসস্ট্যান্ডের এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস, ট্রাফিক ইনসপেক্টর (টিআই এডমিন) সিরাজ উদ দৌলা, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সিনিয়র সাংবাদিক নাছির উদ্দিন বাদল, জেলা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন ও ট্রাক কাভার্ড ভান মালিক সমিতির নেতা ফারুক আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও পুলিশ কর্মকর্তারা।
ট্রাফিক ইনসপেক্টর (টিআই এডমিন) সিরাজ উদ দৌলা জানান, এই প্রথম জেলা শহরের মাইজদীতে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও বক্স স্থাপন করা হবে। এতে যানজট নিরসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সাধারণ যাত্রীরা সেবা পাবে এবং পাশাপাশি ভোগান্তি কমাতে সাহায্য করবে।বিডি প্রতিদিন/এমআই