বগুড়ায় আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষক পারভেজ হত্যা মামলায় আরও দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বগুড়া ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন-বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকার কাউছার মিয়া (২০) এবং একই এলাকার আরিফ হোসেন (২০)। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রামদা এবং একটি স্কুল ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম এসব তথ্য জানান।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় পূর্ব শত্রুতার জের ধরে বগুড়া কৈচড় বিএম কলেজের শিক্ষক শাহজালাল তালুকদার ওরফে পারভেজকে হত্যার পরিকল্পনা করে। পরে গত ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাজাহানপুর উপজেলার মাথাইল চাপড় ফকিরপাড়া এলাকায় পাকা রাস্তার উপর পারভেজ নিজ মোটরসাইকেলযোগে যাওয়ার সময় আসামিরা পথরোধ করে ধারালো রামদা ও ছোরা দিয়ে কোপাতে থাকে। এক পর্যায়ে পারভেজ এর ডান হাতের কব্জি শরীর হতে বিচ্ছিন্ন করে ও মাথার পিছনেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পারভেজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/নাজমুল