২৪ সেপ্টেম্বর, ২০২৩ ২১:০০

চাঁদপুরে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ১০

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ১০

প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে জোড়া খুনের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিকালে জেলা পুলিশ মিলনায়তনে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এ তথ্য জানান।

গ্রেফতারকৃত আসামীরা হলো- হাজীগঞ্জ বড়কুল এলাকার মোঃ সোহাগ মুন্সী (২৯), মিজান (৬৯), মাসুদ রানা(২৫), শ্যামল চন্দ্র শীল (২০), মোঃ আলমাস (৩৫), নেছার আহম্মেদ (৩০), রাকিব হোসেন(২৩), রাশেদ ওরফে রাসেল (২৬), মাসুদ কামাল (৪৫) ও শাহ আলম ওরফে বাবুল (৪২)। আসামীদের জেলহাজতে পাঠানো হয়েছে। তাদেরকে রিমান্ডে এনে আরো জিজ্ঞাসাবাদ করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃতদের মধ্যে প্রধান আসামী সোহাগ মুন্সি (২৯)ও মিজান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ওসি আবদুর রশিদ ও তদন্ত ওসি নজরুল ইসলাম প্রমুখ।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর