শিরোনাম
২৪ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৫৮

গাজীপুরে বিএনপির সমাবেশ

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে বিএনপির সমাবেশ

বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রবিবার বিকেলে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের রথখোলা বটতলা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। 

গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী ছাইয়েদুল আলম বাবুল, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, বিএনপি নেতা মো. সালাহউদ্দিন সরকার, মীর হালিমুজ্জামান ননী, আফজাল হোসেন কায়সার, অ্যাডভোকেট মো: শহীদুজ্জামান, ডা. সফিকুল ইসলাম, ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, রাকিব উদ্দিন সরকার পাপ্পু প্রমুখ। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, হুমায়ুন কবীর খান, ডা. মাজহারুল আলম, মো: মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর